পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ
দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ।
বিষয় ঃ ইউপি মাসিক সভার কার্যবিবরণী।
তারিখ ঃ ২১/০৫/২০১৪ সময়ঃ ১২.০০ ঘটিকা
স্থান ঃ ইউপি কার্যালয়
সভাপতি ঃ জনাব মোঃ সফিকুল ইসলাম, চেয়ারম্যান, পশ্চিম বীরগাঁও ইউপি
সভায় উপস্থিত সদস্যবৃন্দঃ
১। জনাব মোঃ সফিকুল ইসলাম চেয়ারম্যান স্বাক্ষরিত
২। ’’ জাহানারা বেগম ইউপি সদস্যা ’’
৩। ’’ হাজেরা খানম ’’ ’’
৪। ’’ ছায়া বেগম ’’ ’’
৫। ’’ জুবের খান ’’ সদস্য ’’
৬। ’’ সোহেল খান ’’ ’’
৭। ’’ মতিউর রহমান ’’ ’’
৮। ’’ অলেক উদ্দিন ’’ ’’
৯। ’’ মুজিবুর রহমান ’’ ’’
১০। ’’ জহুর উদ্দিন ’’ ’’
১১। ’’ আব্দুল মতিন ’’ ’’
১২। ’’ পরতাব উদ্দিন ’’ ’’
১৩। ’’ মোঃ আজিজুর রহমান ’’ ’’
আলোচ্যসূচীঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২। শরিক প্রকল্পের প্রাপ্ত বরাদ্দ ১৫০০০০/- টাকার বিপরীতে প্রকল্প গ্রহণ।
৩। বিবিধ।
১নং প্রসত্মাবঃ সভার প্রথমেই সভাপতি সাহেব উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন এবং বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানোর পর তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
২নং প্রসত্মাবঃ আলোচ্য সূচী অনুযায়ী সভাপতি জানান যে, স্থানীয় সুশাসন কর্মসূচীর আওতায় ১৫০০০০/- টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত বরাদ্দের প্রেক্ষিতে প্রকল্প গ্রহণের প্রসত্মাব করেন। উক্ত প্রসত্মাব নিয়ে বিসত্মারিত আলোচনা করা হয়। এবং নিম্নলিখিত প্রকল্পগুলি সর্বসম্মতি গ্রহীত ও অনুমোদিত হয়।
১। সেলাই মেশিন ক্রয় ও বিতরণ: বরাদ্দ ৮০০০০/-টাকা
২। সুশাসন উন্নয়ন : বরাদ্দ : ৬০০০০/- টাকা
৩। সেবাদানকারী সংগঠন কে আর্থিক অনুদান : বরাদ্দ : ১০০০০/- টাকা
অদ্যকার সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।
(মোঃ সফিকুল ইসলাম)
চেয়ারম্যান
পশ্চিম র্বীরগাঁও ইউনিয়ন পরিষদ
দক্ষিণ সুনামগঞ্জ।
স্মারক নং- তারিখ :
অনুলিপিঃ সদয় অবগতি ও কার্যার্থেঃ
১। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দক্ষিণ সুনামগঞ্জ।
২। উপজেলা নির্বাহী অফিসার, দক্ষিণ সুনামগঞ্জ।
৩। প্রজেক্ট ম্যানেজার, ইরা-শরিক, সুনামগঞ্জ।
৪। অফিস কপি।
(মোঃ সফিকুল ইসলাম)
চেয়ারম্যান
পশ্চির্মবীরগাঁও ইউনিয়ন পরিষদ
দক্ষিণ সুনামগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস